অনেকে বলে কখনো কখনো মন খারাপের কোনো কারন থাকে না,সত্যি কি তাই..??
আমি বিশ্বাস করি না, কারন কথায় আছে" নো স্মোক ইউথ আউট ফায়ার"......
আমি বিশ্বাস করি না, কারন কথায় আছে" নো স্মোক ইউথ আউট ফায়ার"......
কারনতো অবশ্যই আছে আর প্রথম কারনটাই হলো এর নামটাই যে "মন"
পৃথিবীর সৃষ্টিটা হয়েছে মনের কারনে,স্রষ্ঠা মনে করেছেন পৃথিবী বানাবেন..... বানিয়েছেন,
স্রষ্ঠা চেয়েছে মানুষ পাঠাবেন......পাঠিয়েছেন,
স্রষ্ঠা চেয়েছে মানুষ পাঠাবেন......পাঠিয়েছেন,
আবার স্রষ্ঠার ইচ্ছা হলো মানুষের মাঝে মন এর অস্তিত্ব দেবেন এবং তাই দিয়েছেন,
তাই এই মনের সুত্র আজ পর্যন্ত কেউই আবিষ্কৃত করতেন পারেন নি, আসলে এই মন কি চায়....??
তাই এই মনের সুত্র আজ পর্যন্ত কেউই আবিষ্কৃত করতেন পারেন নি, আসলে এই মন কি চায়....??
কখনো কখনো মন খারাপ হয়,খুব বাজে রকম ভাবে মন খারাপ হয়.....
মন খারাপের এক পর্যায়ে প্রশ্ন জাগে আসলে মনটা খারাপ কেনো..??
নিজের প্রশ্নে নিজেই উওরহীন থাকতে হয়,আবার কখনো অন্যের মন খারাপের কারনে ও মন খারাপ হয়,আবার কখনো অন্যের কস্টের কারনে মন খারাপ হয়..... কখনো অন্যের হাঁসি দেখেও মন খারাপ হয়ে যায়.........
নিজের প্রশ্নে নিজেই উওরহীন থাকতে হয়,আবার কখনো অন্যের মন খারাপের কারনে ও মন খারাপ হয়,আবার কখনো অন্যের কস্টের কারনে মন খারাপ হয়..... কখনো অন্যের হাঁসি দেখেও মন খারাপ হয়ে যায়.........
সমীকরনটা শুধু অবিশ্বাস্য তবে অবান্তর নয়..!!!
কারো আধার কালো অন্ধকারে মন খারাপ হয় আবার কারো নির্লিপ্ত জোৎস্নাতেও মন খারাপ হয়,কখনো প্রিয় কারো দুরত্বে মন খারাপ হয় আবার কখনো খুব বেশি কাছে থাকার দরুনও মন খারাপ হয়,
খুব হাঁসতে পারা মানুষ গুলোর মন বেশি খারাপ হয়,বোঝা যায় দেখলেই বোঝা যায়।
আবার কখনো বুঝাই যায় না হাঁসি মাখা মুখের আড়ালে কস্ট জর্জরিত মনটা রক্তাক্ত হচ্ছে,
.......লুকোচুড়ি অন্ধকারে করা যায় কিন্তু সুর্যের আভায় নিজের চেহারাটা ঢেকে রেখে মন খারাপের বহ্নিরেখাটা আড়াল করা খুব কস্টকর হয়.......তবুও মন খারাপের কারনটা না খুজে মনটা খারাপ করেই ঝাপ্সা আলোয় দাঁড়িয়ে ভিজে যায় চোখের পাতা,অজানা কারন হয়তো না জানার কারনের বহিঃপ্রকাশ চোখের জলে মন খারাপের কারনটা না খুজে চোখ মুচে ভুলে যাওয়ার অদ্ভুত সজ্ঞায়ন...!!!
তবুও খুজবো না মন খারাপের কারনটা, দরকার কি..???
দখলদারিত্ব ভালো লাগে না,তার উপর দখলদারিত্ব করতেও ইচ্ছে হয় না,
নাই বা শুনলাম শাষন বারন,নাই বা শুনলাম মিথ্যে অজুহাত.....
ছেড়ে দিলাম নাটাই হাতে সুতোর গায়ে উড়ে বেড়াস সাদা মেঘের সাথে.....ফিরে না আসুক মন খারাপের কারন,যদি আবার ফিরে আসিস তবে তোর অস্তিত্বে বসত ঘর খুজে নেবো তবুও থাকবে না কোনো অভিযোগ,
থাকবে না কোনো মিথ্যা আশ্বাস...!!
থাকবে না কোনো মিথ্যা আশ্বাস...!!
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !