হয়তো কল্পনার পরীর হাতে লিখিত স্বপ্নের বিত্ত
হয়তো আল্পনার জল তুলিতে ক্যানভাসিত চিত্র,
হয়তো আল্পনার জল তুলিতে ক্যানভাসিত চিত্র,
হয়তো রংধনুর সাত রংয়ের রোজ হলির খেলা
হয়তো নিরোত্তমার তরে অপেক্ষারত যায় বেলা...!!
হয়তো ধুসর কাঁশবনের সাদা মেঘের অপ্সরা
হয়তো দৃশ্যিত পুর্নিমায় আভাসিত রয় ধ্রুবতারা,
হয়তো দৃশ্যিত পুর্নিমায় আভাসিত রয় ধ্রুবতারা,
হয়তো এলে বলে চমকের স্পর্শিত ধ্রুমজাল
হয়তো হীনতার বাধ্যকতায় পরিশান্ত এই হাল...!!
হয়তো নেবে বলে অশ্রুকণা টিপ টিপ বৃষ্টি ঝরে
হয়তো যাবো বলে দেশান্তরী আগ্রহতে মরে,
হয়তো যাবো বলে দেশান্তরী আগ্রহতে মরে,
হয়তো আমিতে তুমি যুক্ত, "ত"য়ের উৎস শুধু নেই
হয়তো তাই বেঁচে থাকা এই কেবল তোমাতেই..!!
হয়তো অসমাপ্ত গদ্যের লাইনে নিশ্বিত থাকে কেউ
হয়তো গাঙচিলের নত ভিড়ে জাগে তটিনীর ঢেউ,
হয়তো গাঙচিলের নত ভিড়ে জাগে তটিনীর ঢেউ,
হয়তো হিমেল হাওয়ার ছুয়ে যাওয়া উম্মাদ অনুভুতি
হয়তো সেথায় গড়ে উঠুক ভালবাসার শেষ বসতি...!!
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !