জীবনের কিছু কিছু সময় আছে যখন নিজেকে একা লাগে,খুব বেশি একা লাগে......
চারপাশে শুন্যতায় ভরে যায়,জানি যখন কেউই থাকেনা খুব হতাশা জড়িয়ে ধরে কুয়াশার চাদরের মত,
কান্না বিজড়িত কন্ঠে চিৎকার করতে ইচ্ছে করে।
কেউই যখন পাশে থাকে না পৃথিবী সব বাস্তবটা যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়,
কেউই যখন পাশে থাকে না পৃথিবী সব বাস্তবটা যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়,
ঠিক তখন একজন ভরসা হয়ে থাকে আর তিনি হলেন স্রষ্ঠা,
মানুষ হাত ছেড়ে দেয়,স্বার্থের কাছে পরাজিত হয় সম্পর্ক গুলো,
আপন জন ও মাঝে মাঝে রং পালটে পেলে যা চেনাটা খুব কস্টকর হয়,
.
....কিন্তু স্রষ্ঠা কখনো ভুলে না তার সৃষ্টিকে,
....কিন্তু স্রষ্ঠা কখনো ভুলে না তার সৃষ্টিকে,
সব সময় আকড়ে ধরে থাকে তার সৃষ্টিকে তবে আমরা ভুল করে মাঝে মাঝে ভুলেই যাই স্রষ্ঠাকে,
তিনি মহান তাই ছুড়ে ফেলে দেন না আর তাই হয়তো কিছু সম্পর্ক আমাদের জন্য জিবিত রাখেন যাতে করে রাতের অন্ধকারের মত সব অন্ধকারকে দূর করে সম্পর্ক গুলো আলোতে টেনে আনতে পারে,
মা, বাবা, ভাই, বোন, স্ত্রী,সন্তান,বন্ধুত্বের সম্পর্ক গুলো প্রতিটা আলাদা প্রভাব রেখে যায় আমাদের জীবনে,হয়তো আমরাই ভুলে যাই সাময়িক ভাবে কিন্তু অস্বীকার করতে পারি না,
এই যেনো স্রষ্ঠার এক করুন কৃপা,তার করুনায় বেঁচে থাকতে ইচ্ছে করে হাজারো কস্টের মাঝে,
তার করুনার বেঁচে থাকতে ইচ্ছে করে শত যন্ত্রনার মাঝে,
তার করুনায় বেঁচে থাকতে ইচ্ছে করে সব কিছু হারিয়েও,
তার করুনায় আরো একটা জনম ভিক্ষা চাইতে ইচ্ছে করে,
ল্যাম্পপোস্ট এর নিচে দাঁড়িয়ে যে আলোটা আমায় পৃথিবী দেখায় সেই আলোয় হয়তো সারা পৃথিবীটা আমার দেখা হয় না,
মোমবাতির আলোয় যে ঘর আলোকিত হয় সেই আলোয় হয়তো পুরো বাড়িটা আলোকিত হয় না,
অন্ধকারের মাঝেও একটা নিজস্ব আলো আছে তার দেখার জন্য কোনো ল্যাম্পপোস্ট এর নিচে দাড়াতে হয় না,
কোনো মোমবাতির নিচে গিয়ে খুজতে হয় না......
সেই আলোটা খুজতে হলে একমাত্র অন্ধকারের দাড়াতে হয়,
তখনি সেই অন্ধকারের সত্যিকারের আলোটাকে খুজে পাওয়া সম্ভব......!!!
কান্নার জলে রং হয়না তবুও হাজার হাজার রঙ্গিন স্বপ্ন এই কান্নার জলের সাথে মিশে উধাও হয়ে যায়,বুঝানো যায় না,
কেউ বুঝবেও না কোনো দিন...
শুধু হাতের তালু দিয়ে মুচে ফেলা হয় স্বপ্ন ভাঙ্গার জল,কত অদ্ভুত জীবন,
শুধু হাতের তালু দিয়ে মুচে ফেলা হয় স্বপ্ন ভাঙ্গার জল,কত অদ্ভুত জীবন,
চাওয়া আর পাওয়া এই সমীকরনের একটু বেমিল হলেই,
চুর্নবিচুর্ন মনে হয় সব কিছু কিন্তু একটি বার ভাবা হয় না আর কতটা দিন বা বেঁচে আছি এই পৃথিবীতে..??
সব চলে যাবে, সব হারিয়ে যাবে,সম্পর্ক গুলো ও নিশ্বেষ হয়ে যাবে,
...... শুধু অবশিষ্ট থাকবে স্রষ্ঠা, বিলিন হয়ে যাবো আমি নামের সৃষ্টিটা..!!
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !