Halloween party ideas 2015

প্রতিটা মানুষের আলো এবং অন্ধকার দুটি দিক থাকে,
নিজেকে আলোকিত করতে কয় জন পারে বলুন..??
এই পৃথিবীর নিয়মনীতি গুলো বড় অদ্ভুত,
আপনি যতই চাইবেন নিজেকে আলোয় রাখতে কিন্তু আপনি তা পেরে উঠতে পারবেন না এত সহজে,
আপনি আলোয় থাকতে ছেয়ে যখন কেউ একজন হাত বাড়িয়ে দেবে চিন্তা করছেন দেখবেন ঠিক ওই মহুর্তে সে তার হাতটা পিছনে নিয়ে যাবে,এমন কি সে নিজেকেও আড়ালে সরিয়ে নেবে...!!
কি দোষ আপনার? 
কোন অপরাধের আসামি আপনি?
কেনো আপনার প্রতি এত অবজ্ঞা?
আপনি কি পারতেন না উঠে যেতে তার হাত ধরে?
সে কি পারতোনা হাতটা টেনে ধরতে?
এতটা অসহায় কেনো?
অনেক অনেক প্রশ্ন এসে জমাট বাধবে আপনার মনের কোনে কিন্তু উওর...??
পাবেন না তার কনো উত্তর,যাওয়া হলো না আর ভালোর দিসারি হয়ে, দেখা হলো না বেঁচে থাকার সেই আলোতে যে আলোয় আলোকিত করতে নিজেকে আপনি এমতাবস্থায় জীবনের কাছে ক্ষমা চাচ্ছেন..!!
ধীরে ধীরে চলে যাচ্ছেন অন্ধকার নামক এক আজাব খানায়,
আপনি বুঝতে পারছেন সেই পথ থেকে ফিরে আসাটা মাটিতে দাড়িয়ে আকাশের তারা ধরার মত কস্টকর ব্যাপার তবুও.......অমিমাংশিত,
মাঝে মাঝে ইচ্ছে করে জিবনের গতিটা এইখানে থেমে গেলে কি বা ক্ষতি হয়,
যাক না থেমে, অন্তত চিতার আগুনে জ্বলা থেকে মুক্তিতো পাবো....!!
বড় বেশি ইচ্ছে হবে নিজেকে কনো হিমঘরে দেখতে,
কারন সেথায় হতো আপনার এই অন্ধকারের পরিসমাপ্তি খুজে নিবেন,
কিন্তু তা ও করা সম্ভব হয়ে উঠেনা কারন এর মাঝে যে শেষ সমাদান নয়,তাই বেঁচে থাকার ইচ্চাটা আপনাকে দমবন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি থেকে কিছুটা আলো দেখাবে হয়তো, তবে তা খুব তাচ্ছিল্য মনে হতে পারে..!!
ঠিক তখন খুব প্রয়োজন হয় এমন একজনকে যে হাতটা এগিয়ে দিয়ে আলোর মুখ দেখানো রাস্তাটা দেখাবে,
দুর্বিষহ এই জীবনের থেকে স্বল্পমাত্রার মুক্তির আশায় এই প্রত্যাসা কি নিচক ঠাট্টা মনে হবে বলেন...??
আমার তা মনে হয় না,কেউ যদি কারো মাঝে বেঁচে থাকার অবলম্বন খুজে নিতে চায় তা কি তার অপরাধ..??
বাচার কি অধিকার নাই সেই মানূষটার..??
সে বেশি কিছু চায় না এই পৃথিবীর কাছ থেকে শুধু চায় বেঁচে থাকতে,কেউ একজনকে ভালবাসতে,কেউ একজনকে আপন করে নিতে আর,,,,,,
আর সেই মানুষটার হাত ধরে আলোর পথে ফিরে যেতে,
.......ব্যাস এতটুকুই......!!

Post a Comment

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !

Powered by Blogger.