এক সময় ছেলেটার নিকোটিনের প্রতি খুব ক্ষোভ ছিল তাই রোজ অন্তত দুই প্যাকেট সিগারেট জ্বালিয়ে ছাই করতো,
বলতে গেলে চেইন স্মোকার যাকে বলে......
তাই সব জ্বালিয়ে প্রতিশোধ নেয়াটা ছিলো অভ্যাস(স্মাইল)কার উপর প্রতিশোধ,কিসের প্রতিশোধ ব্যাপারটা আপাতত ঝাপ্সা,
দুই বেলা উপোষ কাটানো যায়, প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা যায়,বেকারত্বের যন্ত্রনা ভুলে থাকা যায়,
পাওয়ানাদারের টাকার কথা চেপে রাখা যায়,
বাবা মায়ের অভিযোগ সহ্য করা যায় কিন্তু নিকোটিনের ধোয়া ছাড়া কিছু চিন্তা করা যায় না.....অসম্ভব...!!!
কিন্তু হঠাৎ কেমন জানি পালটে গেলো ছেলেটা,মানুষ ভালবেসে প্রেমিকার অনুরোধ রাখতে গিয়ে,
সিগারেট ছাড়ে তবে ছেলেটার তেমন কেউ নেই যে অনুরোধ করবে,
না কেউ অনুরোধ করার দরকার হয়নি তবুও সে এখন নিকোটিন থেকে দূরে থাকে কিন্তু একাকিত্ব থেকে নয়,
সেই আগের মত রাত জাগার অভ্যাসটা এখনো তার মাঝে রয়েই গেলো,
এখনো খোলা ছাদের এক কোনে দাঁড়িয়ে আকাশের পানে ছেয়ে থাকাটা হয়,
এখনো সামনে দাঁড়িয়ে থাকা লাইন বদ্ধ ফুল গাছের ফুল থেকে সুগন্ধ এসে তাকে আহত করে,
এখনো ছাদের এক কোনে দাঁড়িয়ে পুরো ছাদের মাঝে নিজেকে এক উমুক্ত পাখি ভেবে অপলক এক নিসংগতা অনুভব করে,
এখনো একা থাকার সঙ্গাটা রোজ রোজ নতুন রুপে সাজে............সব হিসেব মিলিয়ে শুধু পড়ে থাকে এক পৈচাশিক একাকিত্ব...!!
আগের মত কবিতা পংক্তি গুলো ছন্দবদ্ধ হয় না,অগোছালো সব কিছুর মাঝে অগোছালো একটা জীবন,
এর মাঝে নেই কোনো পিছুটান,নেই কোনো বাধ্যবাধকতা, নেই কোনো অভিমান,নেই কোনো আবেশ,
নেই কোনো আলাপন,নেই কোনো যুক্তায়ন........এক অযোক্তিকায়নতার মাঝেই কাটছে সময় গুলো,
কখনো নিজে নিজে কথা বলে আবার কখনো বাতাশের সাথে কথা বলে সময় গুলো পার হয়ে যায়.......খুব ইচ্ছে হয় আবার একটা টান মারি নিকোটিনের ধোয়ায়,কেউ এসে আমায় অনুরোধ করুক,
কেউ এসে অনুরোধের শেষে শাষন করুক,
কেউ এসে ভালবাসার দ্বাবি জানাক আর বলুক প্লিজ নিকোটিন আমার পছন্দ না !
জানি কেউই এসে হাতটা টেনে ধরে বলবে না,কেউ এসে মাথায় হাত বুলিয়ে বলবে না,
কেউ এসে পাশে বসে বাতাশের সাথে কথা বলবে না আর আমি তার পাশে বসে কবিতার লাইন গুলো মিলিয়ে নেবো,
না তা আর হবে না হয়তো তাই এখনো অগোছালো জীবনে পংকি গুলো অগোছালোই রয়ে যায় বরাবর..!!
রাতটা গভীর হচ্ছে, হাজার বছরের সেই রাতের মত,রাতের পর রাত গুলো গভীর হতে থাকে....
একা হই আমি,একা হয় আমার চারপাশ,একা সেই খোলা ছাদ আর একা হয়ে থাকে আমার চিন্তা গুলো,
আমি তাদের আকড়ে ধরে ঠায় দাঁড়িয়ে থাকি !
নিঃশব্দে, নিভৃত আলাপনে.....সম্পুর্ণ একা...
না হাতে নেই কোনো নিকোটিনের পেয়ালা,
আছে শুধু একটা দীর্ঘশ্বাস আর সাথে আছে শুধু আমার একাকিত্বটা....!!
গোটা লেখাটা পড়ার পর কিছু বলার আর ভাষা নেই আমার শুধু এতোটুকু বলব আসম্ভব সুন্দর আপনার লেখা
ReplyDelete