Halloween party ideas 2015




 
এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা........ না হয় পুরো ডায়রির পাতা জুড়ে চলতে থাকা অসমাপ্ত গল্পকাথাটা কি কখনো শেষ হয়...??
কখনই সম্ভব না, লিখে লিখে একটা জীবনের পুরো গল্পটা একটা ডায়রীর মাঝেই সীমাবদ্ধ রাখা.......তাই হয়তো ডায়রীর কভার পৃষ্ঠে ধুলো জমে সাক্ষি হয়ে থেকে যায় প্রতিটা জীবনের অপ্রকাশ্য কথোপকথন....!!

- কি করো..??
- এইতো বসে থাকা,আর কি বা করবো...!!
- তোমার কি আজো অভ্যাস পাল্টায়নি..??
- যে দিন আমি পালটে যাবো সেদিন আমার অভ্যাস গুলো গিরগিটির মত নিজেকে পালটে নেবে
- সোজা কথা কি বলা যায় না..??
- কথা গুলো সোজাই বলি,হয়তো শুনতে পারা মানুষ গুলোই সোজা করে বুঝতে চায় না
- কেমন আছো...??
- আচ্ছা তুমি কখনো সাপুড়ের বাক্স থেকে তার সাপটা পালিয়ে যেতে দেখেছো কিংবা আকাশের দিকে তাকিয়ে থাকার      মানুষটার খুব প্রিয় তারাটা খসে যেতে দেখেছো..??
- না দেখিনি,কেনো..??
- এমন সময় ওই মানুষ গুলোর হাল কেমন থাকে বলতে পারো..??
- তুমি না,কখনো বদলাবে না
- বদলালে হয়তো আজ তুমি আমার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতে
- তোমার কি সেই কলেজ লাইফের দিন গুলোর কথা মনে পড়ে,
- কি হবে মনে করে..??
- ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনের কোনে বসে গল্প করা, লাইব্রেরির লাস্ট বেঞ্চে তুমি আর আমি...!!
- প্লিজ ভাবতে চাই না আর
- একটা বার কি তোমার হাতটা ধরার অধিকার দেবে..??
- না,হাত গুলো আজ নিকোটিনের দখলে চলে গেছে,রক্ত কনিকায় নিকোটিন বসবাস করে আর তার দুর্গন্ধটা ছাড়িয়ে গেছে আমার চারপাশে
- আমাকে কি ক্ষমা করা যায় না,শুধু একটি বার.... প্লিজ
- সময়ের নৌকা বহু আগেই ডুবে গেছে,আমি কেবল নৌকা বিহিন মাঝি,তরীর পাড়ে বসে আছি নিরুদ্ধেশ ঠিকানায়..!!
- তবুও আমি ফিরে আসতে চাই,
- এসো না, ভালো আছি কিনা জানিনা, তবে বেঁচে থাকি,নিশ্বাস ছাড়া........ভেবো না তুমিহীন বেঁচে থাকতে পারবো না,তবে বেঁচে আছি..!!
- নিকোটিন কি ছাড়া যায় না..??
- সবাই স্বার্থপর হয়ে যায় কিন্তু ধোয়াটা স্বার্থপর না,আমার একার সময়টা চারপাশে আমাকে সঙ্গ দেয়,তাই তার একাকিত্বের সাক্ষী হয়ে থেকে যায় নিকোটিন
- যদি আমি অনুরোধ করি তারপরেও..??
- দুক্ষিত......অনুরোধ রাখার পালা এখন আর নেই,আমি কেবল এখন এক বন্ধ ডায়রীর পৃষ্ঠা হয়েই থেকে গেলাম,যেথায় ধুলো বালু যুক্ত হয়,নতুন কোন গল্প নয়..!!
- তাহলে আমি...??
- তুমি ও হয়তো সেই ডায়রীর গায়ে লিখা কোনো কবিতা হয়েই থেকে যাবে...!!!
.............আরো একটা অমিমাংশিত গল্প ডায়রির বুকে জমা হলো,হয়তো সেই ডায়রীটা কেউ পড়তে চাইবে না,তার গায়ে কেউ স্পর্শ করবে না,হয়তো কোনো এক বক্সের অন্ধকার কোনে পড়ে থেকেই নিরব হয়ে থেকে যাবে এমন হাজারো গল্প কাথা...!!

Post a Comment

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !

Powered by Blogger.