কেউ ছিলো না,চারপাশ ফাঁকা,হাহাকার ওই মহুর্তটাতে আমি ছিলাম ঠাই
দাঁড়িয়ে,কথা বলার মত কাউকে খুজে পাওনি যখন, তখন শুধু আমাকেই পেয়েছিলে,
......এইতো সময় হয়েছে এখন সবাই ফিরবে তাই আমার যাবার সময় হয়েছে...!!
কান্নার জলে ভারী হয়েছিলো চক্ষু,বিশ্বাস অবিশ্বাসের খেলায় টসটাই হেরে গেছে - হয়তো বা খেলাটাও,
...... কিন্তু চোখের জলটা মুচে দেয়ার জন্য আমি ছিলাম.....এখন আবার হয়তো
সেই ঠুনকো সম্পর্কের মায়া জালে ভুলে যেতে পারবে আমার অস্তিত্ব,
..... এইতো সময় হয়েছে এখন সবাই ফিরবে তাই আমার যাবার সময় হয়েছে...!!
একা একা সময় গুলো বার্ধক্যের রুগির মত একপেশিয়ে করে ফেলেছে,চাঁদ তারার
গল্পেও যেনো সময় গুলো পার হতে চায় না তোমার একাকিত্বটা তাই তোমার
বার্ধক্যের সময়টাকে সুস্থ রাখার তরে আমি ছিলাম পাশে,
.....এইতো সময় হয়েছে এখন সবাই ফিরবে তাই আমার যাবার সময় হয়েছে...!!
ভুলে যেতে পারে বলেই তুমি মানুষ,ভুলতে পারবে বলেই তুমি মানুষ,ভুলাতে পারবে
বলেই তুমি মানুষ.........সংগতি আবার অসংগতি এরই মাঝে জীবনের নিয়মনীতি,কখনো
পায় আবার কখনো হারায়,যখন পাওয়ার কিছু ছিলো না তখন আমি ছিলাম এখন হয়তো সব
ফিরে পাবে শুধু আমিই থাকবো না,
.....এইতো সময় হয়েছে এখন সবাই ফিরবে তাই আমার যাবার সময় হয়েছে....!!
শুধু শুন্যের(০) কোনো মানে নেই ভেবে মন খারাপ করেছিলে, আমি তার সামনে
এক(১) লাগিয়ে বলেছিলাম দশের(১০) কিন্তু মান আছে......মুচকি হেঁসে মেনে
নিয়েছিলে কারন তাতে তোমার বিশ্বাস ছিলো.....আজ তোমার একের(১) প্রয়োজনীতা
কমে গেছে তাই অন্য কেউ পাশে আসবে,
......এইতো সময় হয়েছে এখন সবাই ফিরবে তাই আমার যাবার সময় হয়েছে...!!
"কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি"........আমার সময় শেষ,ফেসবুক অনেকেই
ছিলো না দুর্ভিক্ষের সময় কিন্তু আমি ঠিক ছিলাম,তবে এখন সবাই এসে যাবে,আর
কারো একাকিত্ব থাকবে না শুধু আমি "ভিপিএন " এর মত করে আনস্টল হয়ে যাবো
অনেকের জীবন থেকে,
.....এইতো সময় হয়েছে এখন সবাই ফিরবে তাই আমার সত্যি এইবার যাবার সময় হয়েছে....!!
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !