Halloween party ideas 2015

মানুষ কেন বাঁচে?
মানুষ কি বাচার জন্যই বাঁচে?

নাকি বেচে থাকতে হয় বলে বাঁচে?
নাকি মৃত্যূর অপেক্ষায় বাঁচে? সে
নিজের জন্য বাঁচে,

নাকি অন্য কারো জন্য বাঁচে?
হয়তোবা জীবনের সাথে যুদ্ধ করার জন্য বাঁচে,

কেউ হয়তো এ যুদ্ধে
নিশ্চিত পরাজয় জেনেও বাঁচে, কেউ
সাধারন নিয়মেই বাঁচে, তবে আমার
মনে হয় বেশির ভাগ মানুষ কেন বেঁচে
আছি এর মানে না জেনেই বাঁচে,

তারপরেও মানুষ বাঁচে,জীবনকে আকড়ে
ধরে বাঁচে,মৃত্যূকে ভুলে গিয়ে বাঁচে,
কেউ কেউ হয়তো মৃত্যূকে সঙ্গী করে
বাঁচে,আবার কেউ মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে বাঁচে,

কেউ কেউ হয়তো নিছক
জগতের মায়ায় পড়েই বাঁচে, কেউ আবার
জগৎ সংসার ভুলে গিয়ে বাঁচে, হয়তো
কেউ নিজেকে নিয়ে বাঁচে, তবুও মানুষ বাঁচে,

জীবন আর মৃত্যূর মাঝখানে
পড়ে বাঁচে, আবার কেউ প্রিয় মানুষটির
হাত ধরে বাঁচতে চায় আজন্মকাল.......!!

কিন্তু যখন বেঁচে থাকার ইচ্ছেগুলো
নিসঃঙ্গ অন্ধকারে ভাসমান,
স্বপ্নগুলো জীবন্ত লাশ হয়ে ফেরে,,!
ঠিক তখনই প্রবল সন্দেহ জাগে আমি,,,,,,,,!
আমি মানুষ তো..........!

==:: sopnil shila





Post a Comment

  1. এই লেখাটা আমার। নিশ্চয়ই কপি করা হইছে

    ReplyDelete
  2. এই লেখাটা আমার। নিশ্চয়ই কপি করা হইছে

    ReplyDelete

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !

Powered by Blogger.