যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন
যদি ষোল কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন
তবে কেন সংঘাত,কিসের বিবাত কিসের ভিন্নমত?
ভুলে গেছ কি তোমরা সকলেই এক
রাসূলের উম্মত?
এক শরীয়ত,এক কোরআন, এক ঈমান সবার।
কণ্ঠে কণ্ঠে এক শ্লোগান আল্লাহু আকবর।
এক তাওহীদ, এক ইসলাম, একটাই কাবা ঘর।
এক তবু কেন হয় না এখনো
তোমাদের অন্তর?
নিজেদের মাঝে থেকে যায়
যদি ভিন্ন ভিন্ন পথ
হবে না, হবে না,হবে না
কায়েম ইসলামী হুকুমত।
যদি নিজেদের মাঝে ভ্রাতৃত্বের গড়ে উঠে পরিবেশ
তবে লাগবেনা এত মিছিল,মিটিং বক্তৃতা সমাবেশ।
আর লাগবে না এত আহত নিহত, বিদ্রোহ,বিক্ষোভ
যদি ক্ষমতায় গিয়ে মন্ত্রীত্বের সামলাতে পারো লোভ।
একই চেতনা,একই সাধনা একই আন্দোলন
মূ্র্খের মত যায় তবু নেতাদের আচরণ!
একই মঞ্চে পাশাপাশি তবু ভিন্ন ভিন্ন সাধ
যদিও সবার একই
বদনাম-সবাই মৌলবাদ!
নীতি হীন আন্দোলনে কখনো মিলবে না জনমত।
হবেনা,হবে না,হবে না কায়েম ইসলামী হুকুমত।
যদি একঠিকানার যাত্রী সবাই হয়ে থাকো হে পথিক
তব মিছেমিছা কেন ছুটোছুটি করে হরিয়ে দিকবিদিক!
যদি ধর্মিও রজনীতিতে সবাই হয়ে
থাকো এক জোট,
তবে ভিন্ন প্রতীকে কেন ভাগ কর নীর্বাচনের ভোট?
কেন মজলিস,শাসনতন্ত্র,জামাতে ইসলাম?
হতে কি পরেনা এক দাবি নিয়ে সকলেরই এক নাম?
কিসের মোর্চা,কিসের নেজাম, কিসের ঐক্যজোট?
কিছুতেই কিছু হবে না বন্ধু সব ঝুট্- সব ঝুট
এভাবেই দিন কেটে যাবে শুধু এসে যাবে কিয়ামত।
হবে না, হবে না, হবে না কায়েম ইসলামী হুকুমত।
যদি মুসলিম হয়ে ইসলাম লয়ে ঝগড়া ফ্যাসাদ করো
তবে এক কাবা নিয়ে করোনা বড়াই, আরেকটা কাবা গড়।
যদি ক্ষমতার টানে সম্মুখপানে কদম না দিতে পার
তবে স্বার্থান্বেষী হয়ে গেছ তুমি আজই ইসলাম ছাড়।
অযথাই শুধু ভেঙ্গনা স্বপন
লাখো তৌহিদী জনতা তোমায় দেয়নি সে
অধিকার।
মঞ্চ মাতানো তপ্ত ভাষণ পল্টন কাঁপে ঐ
পরিণামে হৈ- হৈ- রৈ- রৈ- নেতাগণ গেল কই?
ধোঁকাবাজদের দেবে না রেহাই জনতার আদালত।
হবে না, হবে না, হবে না কায়েম ইসেলামী হুকুমত।
শুধু দাড়ি টুপিওয়ালা নেতা-কর্মীতে হবে না আন্দোলন,
দেশে বাস্তবে কিছু করতেই হলে চাই গনজাগরণ।
এই ভ্রান্ত সমাজ সামলাতে আগে হতে হবে সামাজিক,
তাই মাটি মানুষ আর মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক।
ডাক দিয়ে যাই-সবাইকে তাই,ছাড়ো ভয় সংশয়
সমুখে যাবার সময় এবার,পিছু তাকাবার নয়।
ছড়ো ভন্ডামী,নোংরামী যত,গোড়াঁমী হার কিসিম
ময়দান ছেড়ে ভেগোনা কো যদি হয়ে থাকো মুসলিম।
হাতে হাত ধরে যদি নাও সবে বিপ্লবের শপথ
তবে কেন বল হবে না কায়েম ইসলামী হুকুমত।
এদেশে আবার হবেই কায়েম ইসলামী হুকুমত এ
মাটিতে হতে হবেই কায়েম ইসলামী হুকুমত।
হবে হবে হবে কায়েম ইসলামী হুকুমত
Post a Comment
আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !