Halloween party ideas 2015


সকালে সোনার আলো করে ঝিকমিক,
সবুজ ঘাসের শিশির করে চিক চিক ।
ক্ষণে ক্ষণে শীত আর শীতল অনুভূতি,
জানালার ধারে এসে, কাপে প্রজাপতি



সোনা নয় রুপা নয় জ্বলে ঝিকি মিকি,
বিন্দু বিন্দু শিশির গুলো চেয়ে চেয়ে দেখি।
সাদাকাল নীল দিয়ে আকাশ কেমন সাজে,
আমার মনে গহীন বনে সুরের কঙ্কন বাজে।

চারিদিকে পাখিসব করে রব কল-কাকলী,
সূর্যের আলো মেঘের সাথে করছে মিতালী।
কুয়াশায় ঢাকা ভোরে পড়ছে শিশির ঘাসে,
সূর্য মামা হেলে দূলে দেরী করে আসে।      


Post a Comment

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !

Powered by Blogger.