Halloween party ideas 2015

জানো কি বন্ধু ! এদেশের কিছু শিক্ষিত গরু আছে,
বাঁচার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে।

নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী ও বুদ্ধিজীবি,
আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের ডিবি।

মৌলভী দেখলে নাক সিটকায়,
মোল্লা দেখলে জ্বলে,
বানরের মতো মুখ ভেংচায়, নানা কটু
কথা বলে।

ভাবে হায় হায় ! হবে কি উপায় ! এই
মোল্লাদের দলে-
প্রগতির যুগে টেনে নিল হায় দেশটাকে রসাতলে।

মোল্লারা নাকি অপয়া, অধম, সমাজের
নাকি বোঝা।
হাল জামানার বোঝেনা কিছুই, কেবলি নামাজ,রোজা।

আমি বলি- 'বাছা, সবুর সবুর এতোটা তো নয় সোজা'!
কে কতোটা ভালো-মন্দ বা দোষী এসো শুরু করি খোঁজা।

প্রথমেই দেখ শিক্ষাঙ্গনে সন্ত্রাস
করে কারা?
আমরা তো দেখি তোমরাই করো,
করে নাতো মোল্লারা ।

পার্কে-বাগানে, এখানে-সেখানে ভাঙ্গা বস্তির ফাঁকে,
গাঁজার আসরে দেখেছো কি বলো কভু
কোনো মোল্লাকে?

কোনোখানে কোনো মদের
আড্ডা কিংবা জুয়া খেলাতে-
তোমাদের কভু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে?
হাঁটে বা বাজারে অলিতে গলিতে কি-বা রাস্তার মোড়ে-
দেখেছ কি কোনো মোল্লা কখনো চুরি-রাহাজানী করে?

সাথে বে-শরম, বেহায়া, বে-লাজ, উদ্ভট
নারী নিয়ে-
কোনো মোল্লা কি তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে?

রাস্তার পরে মাস্তানী বল
মোল্লারা করে কভু?
অযথাই কেন মোল্লাদেরকে দোষারোপ
করো তবু?

তোমরাই বলো- কোনোদিন
কোনো অফিসে বা আদালতে-
কোনো মোল্লাকে পেয়েছ কখনো কারো কাছে ঘুষ খেতে?

যত দুর্নীতি, কালোবাজারি বা মাদক
চোরাচালানে ক'জন মোল্লা পেয়েছ
বলতো হাতে আঙ্গুলে গুণে !

মাদ্রাসা পড়া শেষ শেষ করে তারা কিছু না কিছু তো করে।
বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে।

কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের
গরীমা এতো?
তোমরা তো করো দাঁড়িয়ে পেশাব
নেড়ী কুত্তার মতো।

মুখে বলো শুধু- আমরা বাঙালি,
আমরা স্বাধীন জাতি।
ইংরেজদের গোলামী ছাড়োনী আজো বাপ-দাদা-নাতি,
প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাছার মাপ,
দাঁড়ি গোঁফ চেঁছে কচি খোকা সাজো এগারো ছেলের বাপ। 
বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা।
বৈশাখ এলে ঢালো বটমূলে হৃদয়ের আকুলতা !
পাঞ্জাবী পড়ে বাঙালী সাজো মাটির
সানকী হাতে।

নারী-মদ নিয়ে নাচো ইংরেজি নববর্ষের রাতে।
ব্রেকফার্স্ট, লাঞ্চ, ডিনার কত কি শিখেছ নতুন ভাষা !
বাড়ীতে গরীব মায়েরা কিষাণী, বাপেরা গরীব চাষা।
মাম্মি-ড্যাডি তো হয়েছে মা বাপ ,আংকেল হলো চাচা,

হিসাবে তো দেখি তোমরাই বাপু সমাজের পরগাছা !!! 

Post a Comment

  1. চরম সত্যকথা ৷ যদিও আধুনিক শয়তানগুলো একথা স্বীকার করবেনা ৷

    ReplyDelete

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ !

Powered by Blogger.